আহাদে আহাম্মদ এসে নবি নাম তাই জানালে

আহাদে আহাম্মদ এসে নবি নাম তাই জানালে

নবি যে তন করিল সৃষ্টি সে তন কোথায় রাখিলে  ।।

 

আহাদ নামে পরওয়ার

আহাম্মদ রূপে সে এবার

জন্মমৃত্যু হয় যদি তার

শরার আইন কই চলে  ।।

 

নবি যারে মানিতে হয়

উচিৎ বটে তাই জেনে লয়

পুরুষ কি সে প্রকৃতি কায়

সৃষ্টির সৃজন কালে  ।।

 

আহাদ নামে কেন রে ভাই

মানবলীলা করিলেন সাঁই

লালন বলে তবে কেন যাই

অদেখা ভাবুক দলে  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

আরশি নগর কেমন শহর ? বিষয় ফ্রয়েডের আবিষ্কার ও মহাত্মা লালন ফকির | সলিমুল্লাহ খান

এই লেখার বিষয় মহাত্মা লালন ফকির। তবে মালিকের অনুমতি পাই তো প্রথমে বন্দনা করি কবি রবীন্দ্রনাথ ঠাকুর । প্রখ্যাত রবীন্দ্র-বিশেষজ্ঞ

পড়ুন

You cannot copy content of this page