এখন কেনে কাঁদছ রাধে নির্জনে

এখন কেনে কাঁদছ রাধে নির্জনে

ও রাধে সেইকালে মান করেছিলে সেই কথা তোর নাই মনে ।।

 

ও রাধে কেনে কর মান

ও কুঞ্জে আসে না যে শ্যাম

জলে আগুল দিতে পারি বিন্দা আমার নাম

ও রাধে হাত ধরে প্রাণ সঁপে ছিলে কেনে  ।।

 

চল আমারা সব সখি মিলে

ও একটি বনফুল তুলে

বিনা সুতোয় মালা গেঁথে দিব শ্যাম গলে

লালন কয় শ্যাম হয়ে বসব রাধার ডানে  ।।

 

শেয়ার করুনঃ

আরো পদ >

আরশি নগর কেমন শহর ? বিষয় ফ্রয়েডের আবিষ্কার ও মহাত্মা লালন ফকির | সলিমুল্লাহ খান

এই লেখার বিষয় মহাত্মা লালন ফকির। তবে মালিকের অনুমতি পাই তো প্রথমে বন্দনা করি কবি রবীন্দ্রনাথ ঠাকুর । প্রখ্যাত রবীন্দ্র-বিশেষজ্ঞ

পড়ুন

You cannot copy content of this page