ও গো ব্রজলীলে একি লীলে

ও গো ব্রজলীলে একি লীলে

কৃষ্ণ গোপী কারে জানাইলে  ।।

 

যারে নিজ শক্তিতে গঠলেন নারায়ণ

আবার গুরু বলে ভজলে তার চরণ

একি ব্যবহার শুনে চমৎকার

জীবের বোঝা ভার ভূমণ্ডলে  ।।

 

লীলে দেখিয়ে কম্পিত ব্রজধাম

নারীর মান ঘুচাইতে যোগী হলেন শ্যাম

দুর্জয় মানের দায় বাঁকা শ্যামরায়

নারীর পাদপদ্ম মাথায় নিলে  ।।

 

এই জগত চিন্তায় ছিলেন শ্রীহরি

হরির চিন্তায় হলেন গো নারী

অসম্ভব বচন ভেবে কয় লালন

রাধার দাসখতে সাঁই বিকাইলে  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

আরশি নগর কেমন শহর ? বিষয় ফ্রয়েডের আবিষ্কার ও মহাত্মা লালন ফকির | সলিমুল্লাহ খান

এই লেখার বিষয় মহাত্মা লালন ফকির। তবে মালিকের অনুমতি পাই তো প্রথমে বন্দনা করি কবি রবীন্দ্রনাথ ঠাকুর । প্রখ্যাত রবীন্দ্র-বিশেষজ্ঞ

পড়ুন

You cannot copy content of this page