কোনদিন সূর্যের অমাবস্যে
দেখি চাঁদের অমাবস্যে মাসে মাসে ।।
বারো মাসে ফোটে চব্বিশ ফুল
জানতে হয় কোন ফুলে তার মূল
আন্দজি সাধন, কর না রে মন
মূল ভুলিলে ফল পাবি কিসে ।।
যে করে এই আসমানি কারবার
না জানি তার কোথায় বাড়িঘর
কোন সময় কখন, কর আগমন
চাঁদ-চকোর মেলে কখন এসে ।।
আকাশে-পাতালে শুনি দেহরতি
চাহি উপাসনা উজ্জ্বল তার বাতি
যদি চেতনগুরু পাই, তাহারে শুধাই
লালন বলে ঘুচাই মনের দিশে ।।