আমায় চরণ ছাড়া কর না হে দয়াল হরি
আমায় চরণ ছাড়া কর না হে দয়াল হরি পাপ করি পামর বটে দোহাই দেই তোমারই ।। চরণের যোগ্য মন নয় তবু মন ঐ রাঙা চরণ
আমায় চরণ ছাড়া কর না হে দয়াল হরি পাপ করি পামর বটে দোহাই দেই তোমারই ।। চরণের যোগ্য মন নয় তবু মন ঐ রাঙা চরণ
আমার দিন কি যাবে এই হালে আমি পড়ে আছি অকুলে কত অধম পাপী তাপি অবলেলায় তারিলে ।। জগাই মাধাই দুটি ভাই কাঁধা ফেলে মারিল গায়
আয় কে যাবি ওপারে দয়াল চাঁদ মোর দিচ্ছে খেয়া অপার সাগরে ।। যে দিবে সেই নামের দোহাই তারে দয়া করবেন গো সাঁই এমন দয়াল আর
আল্লার বান্দা কিসে হয় বলো গো আমায় খোদার বান্দা নবির উম্মত কী করিলে হওয়া যায় ।। আঠারো হাজার আল্লার আলম কত হাজার তার কালাম সিনা
আল্লা সে আল্লা বলে ডাকছে সদাই কার ফিকিরি জানলে সে ফিকির-ফাকার তারই এবার হয় ফকিরি ।। আত্মারূপে পরিচয় নাই যার পড়লে কি যায় মনের অন্ধকার
আল্লা বল মনরে পাখি ভবে কেউ কারো নয় দুঃখের দুখী ।। ভুলো না রে ভবে ভ্রান্ত কাজে আখেরে সব কান্ড মিছে মন রে আসতে একা
তার আবার কিসের কালের ভয় ।। আল্লার নাম মুখেতে বল সময় যে বয়ে গেল মালেকুল মওত এসে বলিবে চল যার বিষয় সে লয়ে যাবে সেকি
আপনারে আপনি চিনি নে দিন দোনের পর যার নাম অধর তারে চিনব কেমনে ।। আপনারে চিনতাম যদি মিলত অটল চরণ নিধি
You cannot copy content of this page