অন্ধকারে রাগের পরে ছিল যখন সাঁই
কীসের পরে ভেসেছিল কে দিল আশ্রয় ।।
তখন কোন আকার ধরে
ভেসেছিল কোন প্রকারে
কোন সময় কোন কায়া ধরে
ভেসেছিল সাঁই ।।
পাক-পাঞ্চাতন হইল যারা
কীসের পরে ভাসল তারা
কোন সময় নূর সেতারা
ধরেছিল সাঁই ।।
সেতারা রূপ হইল কখন
কী ছিল তার আগে তখন
লালন বলে সে কথা কেমন
বুঝা হল দায় ।।