অমৃত সে-বারি অনুরাগ নইলে কি যাবে ধরা

অমৃত সে-বারি অনুরাগ নইলে কি যাবে ধরা

সে-বারির পরশ হইলে হবে ভবের করণ সারা  ।।

 

বারি নামে বার এলাহি

নাই রে তার তুলনা নাহি

সহস্রদল পদ্মে সেহি

মৃণাল-গতি বহে ধারা  ।।

 

ছায়াহীন এক মহামুনি

বলবো কিরে তার করণি

প্রকৃতি হইয়া তিনি

হলেন বারি সেধে অমর গোরা  ।।

 

আসমানে বরিষণ হলে

দাঁড়ায় জল মৃত্তিকাস্থলে

লালন ফকির ভেবে বলে

ও সে মাটি চিনবে ভাবুক যারা  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

আরশি নগর কেমন শহর ? বিষয় ফ্রয়েডের আবিষ্কার ও মহাত্মা লালন ফকির | সলিমুল্লাহ খান

এই লেখার বিষয় মহাত্মা লালন ফকির। তবে মালিকের অনুমতি পাই তো প্রথমে বন্দনা করি কবি রবীন্দ্রনাথ ঠাকুর । প্রখ্যাত রবীন্দ্র-বিশেষজ্ঞ

পড়ুন

You cannot copy content of this page