আকার কি নিরাকার সাঁই রাব্বানা

আকার কি নিরাকার সাঁই রাব্বানা

আহাদ আহাম্মদের বিচার হলে যায় জানা  ।।

 

খুদিতে বান্দার দেহে

খোদা সে লুকায়ে

আলেফে মিম বসায়ে

আহাম্মদ নাম হল সে জনা  ।।

 

আহাম্মদ নাম দেখি

মিম দিয়ে মিম করে নফি

মিম গেলে আহাদ বাঁকি

আহাম্মদ নাম থাকে না  ।।

 

এই পদের অর্থ ঢুঁড়ে 

কারো জান বসবে ধড়ে

কেউ বলে লালন ভেড়ে

ফাকড়ামো বৈ বোঝে না  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

আরশি নগর কেমন শহর ? বিষয় ফ্রয়েডের আবিষ্কার ও মহাত্মা লালন ফকির | সলিমুল্লাহ খান

এই লেখার বিষয় মহাত্মা লালন ফকির। তবে মালিকের অনুমতি পাই তো প্রথমে বন্দনা করি কবি রবীন্দ্রনাথ ঠাকুর । প্রখ্যাত রবীন্দ্র-বিশেষজ্ঞ

পড়ুন

You cannot copy content of this page