আগে গুরুরতি কর সাধনা

আগে গুরুরতি কর সাধনা

ভববন্ধন কেটে যাবে আসা যাওয়া রবে না  ।।

প্রবর্তের গুরু চেন পঞ্চতত্বের খবর জান

নামে রুচি হলে জীবনে কেন দয়া হবে না 

প্রবর্তের কাজ না সারিতে চাও যদি মন সাধু হতে

ঠেকবি যেয়ে মেয়ের হাতে লম্ফতে আর সারবে না  ।।

প্রবর্তের কাজ আগে সার মেয়ে হয়ে মেয়ে ধর

সাধনদেশে নিশান গাড় রবে ঘোলআনা

রেখ শ্রীগুরুতে ভজনপথে রেখ মতি

আঁধার ঘরে জ্বলবে বাতি অন্ধকার রবে না  ।।

মেয়ে হয়ে মেয়ের বেশে ভক্তিসাধন কর বসে

আদি চন্দ্র রাখ কষে কখনো তারে ছেড় না

ডোব গিয়ে প্রেমানন্দে সুধা পাবে দণ্ডে দন্ডেলালন কয় জীবের পাপ খন্ডে আমার মুক্তি হল না  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

আরশি নগর কেমন শহর ? বিষয় ফ্রয়েডের আবিষ্কার ও মহাত্মা লালন ফকির | সলিমুল্লাহ খান

এই লেখার বিষয় মহাত্মা লালন ফকির। তবে মালিকের অনুমতি পাই তো প্রথমে বন্দনা করি কবি রবীন্দ্রনাথ ঠাকুর । প্রখ্যাত রবীন্দ্র-বিশেষজ্ঞ

পড়ুন

You cannot copy content of this page