আশেক বিনে ভেদের কথা কে আর বোঝে

আশেক বিনে ভেদের কথা কে আর বোঝে

শুধালে খলিফাগণে বলে রসুল বলেছে  ।।

 

মাশুকের যে হয় আশেকি

খুলে যায় তার দিব্য আঁখি

নফ্‌স আল্লা নফ্‌স নবি

দেখে অনাসে  ।।

 

যেহি মুর্শিদ সেহি রসুলুল্লা

সাবুদ কোরান কালুল্লা

আশেকে বলেছে আল্লা

তাও সে হয়  ।।

 

মুর্শিদের হুকুম মান

দায়েমি নামাজ জান

রসুলের যে ফরমান

লালন তাই রচে  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

আরশি নগর কেমন শহর ? বিষয় ফ্রয়েডের আবিষ্কার ও মহাত্মা লালন ফকির | সলিমুল্লাহ খান

এই লেখার বিষয় মহাত্মা লালন ফকির। তবে মালিকের অনুমতি পাই তো প্রথমে বন্দনা করি কবি রবীন্দ্রনাথ ঠাকুর । প্রখ্যাত রবীন্দ্র-বিশেষজ্ঞ

পড়ুন

You cannot copy content of this page