উপরোধের কাজ দেখ রে ভাই ঢেঁকি গেলার মত

উপরোধের কাজ দেখ রে ভাই ঢেঁকি গেলার মত

সে তো যায় না গেলা তলাগলা ফেড়ে হত  ।।

 

মনটা যাতে রাজি হয়

প্রাণটা তাতে আপনি যায়

পাথর দেখে শোলার মত

ব্যাগার ঠেলা ঢেঁকি গেলা টাকশালে সই না তো  ।।

 

মুচিরামের কেটই গঙ্গা মা

কোন গুনে যায় দেখ না

কেউ ফুল দিয়ে পায় না তো

মন যাতে নাই পূজলে কি হয় ফুল দিয়ে শত শত  ।।

 

যার মনে যা লাগে ভাই 

সে করুক সদাই

গোল কেন আর এতো

ফকির লালন কয় লাথিয়ে পাকায় সে ফল কভু হয় না মিঠে  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

আরশি নগর কেমন শহর ? বিষয় ফ্রয়েডের আবিষ্কার ও মহাত্মা লালন ফকির | সলিমুল্লাহ খান

এই লেখার বিষয় মহাত্মা লালন ফকির। তবে মালিকের অনুমতি পাই তো প্রথমে বন্দনা করি কবি রবীন্দ্রনাথ ঠাকুর । প্রখ্যাত রবীন্দ্র-বিশেষজ্ঞ

পড়ুন

You cannot copy content of this page