এই মানুষে মানুষ আছে সর্বদা রসে খেলিছে সাঁতার

এই মানুষে মানুষ আছে সর্বদা রসে খেলিছে সাঁতার

সেই রসরাজ করিছে বিরাজ শম্ভুরসের মাঝ করে দীপ্তকার  ।।

 

রস না জেনে রসিক যারা

তারা ধরতে চায় অধরা

যায় না সে চাঁদ ধরা মিছে শ্রম করা

দৃষ্টি হয় সেতারা গম্ভু বুঝা ভার  ।।

 

নিরন্তর সাঁই খেলিছে রসে

চিনিতে বালিতে রয়েছে মিশে

হস্তী পায় না দিশে তথা চেউটি এসে

বেওড়া করে সে যে সাধন পূর্বাপর  ।।

 

মহারসে মত্ত রসবিহারী

সেই নৌকায় সাঁই রসের কাণ্ডারি

যার হাতে রস মুরারী মুখে রসেশ্বরী

লালন কয় প্রেম তারই অখন্ড শিখর  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

আরশি নগর কেমন শহর ? বিষয় ফ্রয়েডের আবিষ্কার ও মহাত্মা লালন ফকির | সলিমুল্লাহ খান

এই লেখার বিষয় মহাত্মা লালন ফকির। তবে মালিকের অনুমতি পাই তো প্রথমে বন্দনা করি কবি রবীন্দ্রনাথ ঠাকুর । প্রখ্যাত রবীন্দ্র-বিশেষজ্ঞ

পড়ুন

You cannot copy content of this page