একি অনন্ত লীলা তার দেখ এবার
আলেক পুরুষ খাকে বারি ক্ষণেক ক্ষণেক হয় নিরাকার ।।
আছে সাঁই নৈরাকারে
ছিল কুদরতের জোরে
সংসার সৃজনের তরে
ধরিল প্রকৃতি আকার ।।
শুনি সাঁই করিম কয় তার
কার অংশে তিন আকার
কারে ভজে কারে পাব
দিশে পাই নে তার ।।
ভেবে পাই নে তার অন্বেষণ
মনে কিবা পাবি তখন
বিনয় করে বলছে লালন
ঘুচাও আমার ঘোর অন্ধকার ।।