এ ধন যৌবন চিরদিনের নয়

এ ধন যৌবন চিরদিনের নয়

অতি বিনয় করে নিমাই মায়েরে কয়  ।।

 

কেউ রাজা কেউ বাদশাহগিরি

ছেড়ে নেয় অধীন ফকিরি

আমি নিমাই কি ছাড় নিমাই

ধন ছেড়ে বেহাল লয়েছি গায়  ।।

 

যখন হাওয়া বন্ধ হবে

এই দেহ শ্মশানে যাবে

তখন কুঠাবালাঘর কোথা রবে কার

ভবের লোভ-লালসে দুকূল হারায়  ।।

 

যাও শচীমাতা গৃহে

আমারে বিসর্জন দিয়ে

এই বলে নিমাই ধরে মায়ের পায়

ফকির লালন বলে ধন্য ধন্য নিমাই  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

আরশি নগর কেমন শহর ? বিষয় ফ্রয়েডের আবিষ্কার ও মহাত্মা লালন ফকির | সলিমুল্লাহ খান

এই লেখার বিষয় মহাত্মা লালন ফকির। তবে মালিকের অনুমতি পাই তো প্রথমে বন্দনা করি কবি রবীন্দ্রনাথ ঠাকুর । প্রখ্যাত রবীন্দ্র-বিশেষজ্ঞ

পড়ুন

You cannot copy content of this page