কারে শুধাব রে মর্মকথা কে বলবে আমায়

কারে শুধাব রে মর্মকথা কে বলবে আমায়

আকার কি নিরাকার খোদে সেই দয়াময়  ।।

 

যেদিনে সাঁই নৈরাকারে

ভেসেছিল ডিম্ব ভরে

কীরূপে থেকে তার মাঝারে

শেষে কীরূপ গণ্য হয়  ।।

 

সিতারা রূপ ছিল যখন

গহনা রূপ পাক পাঞ্জাতন

আকার কি নিরাকার তখন

সেই দয়াময়  ।।

 

জগৎপতি ছব্বহানে

বরকতকে মা বললে কেনে

তার পতি কি নয় সে জনে

লালন ভাবে তাই  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

আরশি নগর কেমন শহর ? বিষয় ফ্রয়েডের আবিষ্কার ও মহাত্মা লালন ফকির | সলিমুল্লাহ খান

এই লেখার বিষয় মহাত্মা লালন ফকির। তবে মালিকের অনুমতি পাই তো প্রথমে বন্দনা করি কবি রবীন্দ্রনাথ ঠাকুর । প্রখ্যাত রবীন্দ্র-বিশেষজ্ঞ

পড়ুন

You cannot copy content of this page