কার ভাবে এ ভাব বল রে কানাই

কার ভাবে এ ভাব বল রে কানাই

রাজ-রাজ্য ছেড়ে কেন বেহাল দেখতে পাই  ।।

 

ভেবে তোর এভাব বুঝিতে নারি

আজ কিসের কাঙাল আমার অটলবিহারি

ছিল অগৌর-চন্দন যে অঙ্গে ভূষণ

সে অঙ্গ আজ কেনে লুটায় ধুলায়  ।।

 

ব্রহ্মাণ্ড ভাবুক যারে ভাবিয়ে

আজ সে ভাবুক কাহার ভাব লয়ে

একি অসম্ভব ভাবনা সম্ভাবে কোন জন্য

মরি মরি ভাবের বলিহারি যাই  ।।

 

অনুভাবে ভেবে কতই করি সার

শ্যামচাঁদের উত্তম কি চাঁদ আছে আর

করে চাঁদের হরণ সেহি বা কেমন

ভক্তিবিহীন লালন বসে ভাবে তাই  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

আরশি নগর কেমন শহর ? বিষয় ফ্রয়েডের আবিষ্কার ও মহাত্মা লালন ফকির | সলিমুল্লাহ খান

এই লেখার বিষয় মহাত্মা লালন ফকির। তবে মালিকের অনুমতি পাই তো প্রথমে বন্দনা করি কবি রবীন্দ্রনাথ ঠাকুর । প্রখ্যাত রবীন্দ্র-বিশেষজ্ঞ

পড়ুন

You cannot copy content of this page