কালার কথা কেন বল আমায়

কালার কথা কেন বল আমায়

যার নাম শুনিলে আগুন জ্বলে তাপিত অঙ্গ জ্বলে যায় ।।

 

তুমি বিন্দে নামতি ধর

জলে আগুন দিতে পার

রাধাকে তুলাতে তোর

এবার বুঝি কঠিন হয় ।।

 

যে কৃষ্ণ রাধার অলি

তারে ভুলায় চন্দ্রাবলি

সে কথা আর কারে বলি

ঘৃণায় আমার জীবন যায় ।।

 

শতেক হাঁড়ির ব্যঞ্জন চাখা

রাই বলে ধিক তারে দেখা

লালন বলে ওহে বাঁকা

সোজা হবে মনের দায় ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

আরশি নগর কেমন শহর ? বিষয় ফ্রয়েডের আবিষ্কার ও মহাত্মা লালন ফকির | সলিমুল্লাহ খান

এই লেখার বিষয় মহাত্মা লালন ফকির। তবে মালিকের অনুমতি পাই তো প্রথমে বন্দনা করি কবি রবীন্দ্রনাথ ঠাকুর । প্রখ্যাত রবীন্দ্র-বিশেষজ্ঞ

পড়ুন

You cannot copy content of this page