কি করি কোন পথে যাই মনে কিছু ঠিক পড়েনা

কি করি কোন পথে যাই মনে কিছু ঠিক পড়েনা

দোটানাতে ভাবছি বসে ওই ভাবনা  ।।

কেউ বলে মক্কায় যেয়ে হজ্ব করিয়ে

যাবে গুনাহ

কেউ বলে মানুষ ভজে

মানুষ হ’ না  ।।

কেউ বলে পড়লে কালাম পায় সে আরাম

ভেস্তখানা

কেউ বলে ও সুখের ঠাঁই

কায়েম রয় না  ।।

কেউ বলে মুর্শিদের ঠাঁই খুঁজিলে পায়

আদি ঠিকানা

লালন ভেড়ো তাই না বুঝে

হয় দোটানা  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

আরশি নগর কেমন শহর ? বিষয় ফ্রয়েডের আবিষ্কার ও মহাত্মা লালন ফকির | সলিমুল্লাহ খান

এই লেখার বিষয় মহাত্মা লালন ফকির। তবে মালিকের অনুমতি পাই তো প্রথমে বন্দনা করি কবি রবীন্দ্রনাথ ঠাকুর । প্রখ্যাত রবীন্দ্র-বিশেষজ্ঞ

পড়ুন

You cannot copy content of this page