কী কালাম পাঠালেন আমার সাঁই দয়াময়
এক এক দেশে এক এক বাণী কয় খোদায় পাঠায় ।।
এক যুগে পাঠায় কালাম
অন্য যুগে হয় কেন হারাম
এমনি দেখি ভিন্ন তামাম
ভিন্ন দেখা যায় ।।
যদি একই খোদার হয় রচনা
তাতে ত ভিন্ন থাকে না
মানুষের সকল রচনা
তাইতে ভিন্ন হয় ।।
এক এক দেশের এক এক বানী
পাঠান কি সায৬ই গুণমণি
মানুষের রচিত জানি
লালন ফকির কয় ।।