কী ভাব নিমাই তোর অন্তরে

কী ভাব নিমাই তোর অন্তরে

মা বলিয়ে চোখের দেখা তাইতে কি তোর ধর্ম যায় রে ।।

 

কল্পতরু হও রে যদি

তবু বাপ মা গুনের নিধি

এই গুরু ছাড়িয়া বিধি

কে তোরে দিয়াছে হা রে ।।

 

আগে যদি জানতে ইহা

তবে কেন করলে বিয়া

এখন সেই বিষ্ণুপ্রিয়া

কেমনে রাখিব ঘরে ।।

 

নদীয়া ভাবের কথা 

অধীন লালন জানে কি তা

হা-হুতাশে শচীমাতা

বলে নিমাই দেখা দে রে ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

আরশি নগর কেমন শহর ? বিষয় ফ্রয়েডের আবিষ্কার ও মহাত্মা লালন ফকির | সলিমুল্লাহ খান

এই লেখার বিষয় মহাত্মা লালন ফকির। তবে মালিকের অনুমতি পাই তো প্রথমে বন্দনা করি কবি রবীন্দ্রনাথ ঠাকুর । প্রখ্যাত রবীন্দ্র-বিশেষজ্ঞ

পড়ুন

You cannot copy content of this page