কুলের বউ ছিলাম বাহির হলাম ন্যাড়ি ন্যাড়ার সাথে

কুলের বউ ছিলাম বাহির হলাম ন্যাড়ি ন্যাড়ার সাথে

কুলের আচার কুলের বিচার আর কি ভুলি সেই ভোলাতে ।।

 

ভাবের ন্যাড়ি ভাবের ন্যাড়া

কুল নাশালাম জগত জোড়া

করণ তার উল্টো দাঁড়া

বিধির ফাঁড়া কাটবে যাতে ।।

 

হয়েছিলাম ন্যাড়ার ন্যাড়ি

পরনে পড়েছি ধড়ি

দেব না আচার কড়ি

বেড়াব চৈতন্য পথে ।।

 

আসতে ন্যাড়া যেতে ন্যাড়া

দুদিন কেবল মোড়া জোড়া

লালন কয় আগাগোড়া

জানিয়ে মাথা হয় মুড়াতে ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

আরশি নগর কেমন শহর ? বিষয় ফ্রয়েডের আবিষ্কার ও মহাত্মা লালন ফকির | সলিমুল্লাহ খান

এই লেখার বিষয় মহাত্মা লালন ফকির। তবে মালিকের অনুমতি পাই তো প্রথমে বন্দনা করি কবি রবীন্দ্রনাথ ঠাকুর । প্রখ্যাত রবীন্দ্র-বিশেষজ্ঞ

পড়ুন

You cannot copy content of this page