কে কথা কয় রে দেখা দেয় না রে

কে কথা কয় রে দেখা দেয় না রে

নড়ে চড়ে হাতের কাছে খুঁজলে জনমভর মেলে না ।।

 

খুঁজি যারে আসমান জমি

আমারে চিনি না আমি

এ বিষম ভ্রমে ভ্রমি

সে কোনজন আমি কোনজনা ।।

 

রাম রহম বলছে যে জন

ক্ষিতি-জল কি বায়-হুতাশন

শুধালে তার  অন্বেষণ

মূর্খ বলে কেউ বলে ।।

 

হাতের কাছে হয় না খবর

কি দেখতে যাও দিল্লি লাহোর

সিরাজ সাঁই কয় লালন রে তোর

সদাই মনের ঘোর গেল না ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

আরশি নগর কেমন শহর ? বিষয় ফ্রয়েডের আবিষ্কার ও মহাত্মা লালন ফকির | সলিমুল্লাহ খান

এই লেখার বিষয় মহাত্মা লালন ফকির। তবে মালিকের অনুমতি পাই তো প্রথমে বন্দনা করি কবি রবীন্দ্রনাথ ঠাকুর । প্রখ্যাত রবীন্দ্র-বিশেষজ্ঞ

পড়ুন

You cannot copy content of this page