কে তাহারে চিনতে পারে 

কে তাহারে চিনতে পারে 

এসে মদিনায় তরিক জানায় এ সংসারে ।।

 

যারে বলি নবী নবী 

নবীকে নিরঞ্জন ভাবি

দেল ঢুঁড়িলে জানতে পাবি

আহম্মদ নাম হল কি করে ।।

 

যার মর্ম সে না যদি কয়

সাধ্য কার কে জানিতে পায়

তাইতে আমার দীন দয়াময়

মানুষরূপে ঘোরে ফেরে ।।

 

নফি এজবাত যে জানে না 

মিছে রে তার পড়াশুনা

লালন কয় ভেদ উপাসনা

না বুঝে চটকে মারে ।। 

শেয়ার করুনঃ

আরো পদ >

আরশি নগর কেমন শহর ? বিষয় ফ্রয়েডের আবিষ্কার ও মহাত্মা লালন ফকির | সলিমুল্লাহ খান

এই লেখার বিষয় মহাত্মা লালন ফকির। তবে মালিকের অনুমতি পাই তো প্রথমে বন্দনা করি কবি রবীন্দ্রনাথ ঠাকুর । প্রখ্যাত রবীন্দ্র-বিশেষজ্ঞ

পড়ুন

You cannot copy content of this page