কে বোঝে কৃষ্ণের অপার লীলে

কে বোঝে কৃষ্ণের অপার লীলে

শুনি ব্রজ ছাড়া তিলার্ধ নয়, কে মথুরায় রাজা হলে ।।

 

কৃষ্ণ রাঁধা ছাড়া নয়

ভারত পুরানে তাই কয়

তবে কেন ধনী দুর্জয়

বিচ্ছেদে জগত জানালে ।।

 

নিগুম খবর জানা গেল

কৃষ্ণ হতে রাঁধা হল

তবে কেন এরূপ বল

আগে রাঁধা পাছে কৃষ্ণ বলে ।। 

 

সবে বলে অটল হরি

সে কেন হয় দণ্ডধারী

কিসের অভাব তাঁরই

ঐ ভাবনা ভেবে ঠিক না মেলে ।।

 

কৃষ্ণলীলার লীলা অথৈ

থৈ দেবে কেউ সে সাধ্য নাই

কি ভাবিয়ে কি করে যাই

লালন বলে প’লাম বিষম ভোলে ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

আরশি নগর কেমন শহর ? বিষয় ফ্রয়েডের আবিষ্কার ও মহাত্মা লালন ফকির | সলিমুল্লাহ খান

এই লেখার বিষয় মহাত্মা লালন ফকির। তবে মালিকের অনুমতি পাই তো প্রথমে বন্দনা করি কবি রবীন্দ্রনাথ ঠাকুর । প্রখ্যাত রবীন্দ্র-বিশেষজ্ঞ

পড়ুন

You cannot copy content of this page