কোন সাধনে তারে পাই

কোন সাধনে তারে পাই

জীবনের জীবন সাঁই  ।।

 

শক্তি শৈব বৈরাগ্য ভাব

তা’তে যদি হয় চরণ লাভ

তবে কেন দয়াময় সদা সর্বদায়

বিধি ভক্তি বলে দোষিলেন তায়  ।।

 

সাধিলে সিদ্ধির ঘরে

আবার শুনি পায়না তারে 

সাজুগ্য মুক্তি পেলেও সে ব্যক্তি

ঠকে যাবে অমনি শুনি রে ভাই  ।।

 

গেল না মোর মনে ভ্রান্ত

পেলাম না তাঁর ভাবের অন্ত

বলে মূঢ় লালন ভবে এসে মন

কি করিতে যেন কি করে যাই  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

আরশি নগর কেমন শহর ? বিষয় ফ্রয়েডের আবিষ্কার ও মহাত্মা লালন ফকির | সলিমুল্লাহ খান

এই লেখার বিষয় মহাত্মা লালন ফকির। তবে মালিকের অনুমতি পাই তো প্রথমে বন্দনা করি কবি রবীন্দ্রনাথ ঠাকুর । প্রখ্যাত রবীন্দ্র-বিশেষজ্ঞ

পড়ুন

You cannot copy content of this page