গড়-মুসুল্লি বলছ কারে
মুসুল্লি সব এ সংসারে ।।
শুনবো সাঁইয়ের নিগুম কথা
আশা-তসবির জন্ম কোথা
কোথায় পেল গলার খিলকা
মাথায় তাজ পরালো কে রে ।।
একটি মরার পাঁচটি কল্লা
কল্লায় কল্লায় বলছে আল্লা
কোন কল্লায় হয় রসুলউল্লা
সর্বদা নাম জপিল রে রে ।।
তহবন পড়ে হলি খাঁটি
উপরে ডোর নিচে নেংটি
লালন বলে এসব ফষ্টি
খাটবে না রে সাধুর দ্বারে ।।