গুরু দয়া যারে করে সে-ই জানে

গুরু দয়া যারে করে সে-ই জানে

কীরূপে সাঁই বিরাজ করে দেহভুবনে ।।

 

শহরে সহস্র পাড়া

তিনটি পথ তার এক মহড়া

আলেক সোয়ার পবন-ঘোড়া

ফিরছে সেইখানে।।

 

জলের বিম্ব আলের উপর

অখন্ড প্রলয়ের মাঝার

যার বিন্দুতে হয় সিন্ধু 

তাঁহার ধারা বয় ত্রিগুনে।।

 

হাতের কাছে আলেক শহর

রঙ বেরঙয়ের উঠছে লহর

সিরাজ সাঁই কয় লালনরে 

তোর সদাই ঘোর মনে  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

আরশি নগর কেমন শহর ? বিষয় ফ্রয়েডের আবিষ্কার ও মহাত্মা লালন ফকির | সলিমুল্লাহ খান

এই লেখার বিষয় মহাত্মা লালন ফকির। তবে মালিকের অনুমতি পাই তো প্রথমে বন্দনা করি কবি রবীন্দ্রনাথ ঠাকুর । প্রখ্যাত রবীন্দ্র-বিশেষজ্ঞ

পড়ুন

You cannot copy content of this page