গুরু বিনে কি ধন আছে

গুরু বিনে কি ধন আছে

কি ধন খুঁজিস ক্ষেপা কার কাছে  ।।

বিষয় ধনের ভরসা নাই

ধন বলিতে গুরু গোঁসাই

যে ধনের দিয়ে দোহাই

ভব তুফান যাবে বেঁচে  ।।

পুত্র পরিবার ভবের ভূষণ

ভুলায়েছে ভবের ভূবন

মায়ায় ভুলে অবোধ মন

গুরু ধনকে ভাবলি মিছে  ।।

কী ধনে কী গুনপনা

অন্তিমকালে যাবে জানা

গুরুধন এখন চিনলে না

নিদানে পস্তাবে পাছে  ।।

গুরুধন অমূল্য ধন রে

কু-মনে বুঝলি না রে

সিরাজ সাঁই কয় লালন তোরে 

নিশ্চয় পেঁচোয় পেয়েছে  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

আরশি নগর কেমন শহর ? বিষয় ফ্রয়েডের আবিষ্কার ও মহাত্মা লালন ফকির | সলিমুল্লাহ খান

এই লেখার বিষয় মহাত্মা লালন ফকির। তবে মালিকের অনুমতি পাই তো প্রথমে বন্দনা করি কবি রবীন্দ্রনাথ ঠাকুর । প্রখ্যাত রবীন্দ্র-বিশেষজ্ঞ

পড়ুন

You cannot copy content of this page