গুরু সুভাব দেও আমার মনে

গুরু সুভাব দেও আমার মনে

তোমার চরণ যেন ভুলিনে ।।

গুরু তুমি নিদয় যার প্রতি

তার সদাই ঘটে কুমতি

তুমি মন রথের সারথি

যথা লও যাই সেখানে ।।

গুরু তুমি তন্ত্রের তন্ত্রী

গুরু তুমি মন্ত্রের মন্ত্রী

গুরু তুমি যন্ত্রের যন্ত্রী

না বাজাও বাজবে কেনে ।।

জন্ম অন্ধ মন নয়ন

তুমি গুরু বৈদ্য সচেতন

অতি বিনয় করে বলছে লালন

জ্ঞান অঞ্জন দাও নয়নে ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

আরশি নগর কেমন শহর ? বিষয় ফ্রয়েডের আবিষ্কার ও মহাত্মা লালন ফকির | সলিমুল্লাহ খান

এই লেখার বিষয় মহাত্মা লালন ফকির। তবে মালিকের অনুমতি পাই তো প্রথমে বন্দনা করি কবি রবীন্দ্রনাথ ঠাকুর । প্রখ্যাত রবীন্দ্র-বিশেষজ্ঞ

পড়ুন

You cannot copy content of this page