গেড়ে গাঙ্গে রে ক্ষ্যাপা হাপুর হুপুর ডুব পাড়িলে

গেড়ে গাঙ্গে রে ক্ষ্যাপা           হাপুর হুপুর ডুব পাড়িলে

হায় কি মজা যাবে বুঝা      কার্তিকের উলানীর কালে ।।

বায় চলা দেয় ঘড়ি ঘড়ি

ডুব পারিস কেন তাড়াতাড়ি

প্রবল হবে কফের নাড়ি

তাইতে জীবন হানি মূলে  ।।

কুঁদবি যখন কফের জ্বালায়

তাগা তাবিজ বাঁধবি গলায়

তাতে কি রোগ হবে ভালায়

মস্তকের জল শুষ্ক হলে  ।।

ক্ষান্ত দেরে ঝাপই খেলা

শান্ত হওরে ও মন ভোলা

লালন কয় গেল বেলা

দেখ না এবার চক্ষু মেলে  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

আরশি নগর কেমন শহর ? বিষয় ফ্রয়েডের আবিষ্কার ও মহাত্মা লালন ফকির | সলিমুল্লাহ খান

এই লেখার বিষয় মহাত্মা লালন ফকির। তবে মালিকের অনুমতি পাই তো প্রথমে বন্দনা করি কবি রবীন্দ্রনাথ ঠাকুর । প্রখ্যাত রবীন্দ্র-বিশেষজ্ঞ

পড়ুন

You cannot copy content of this page