গোল করনা গোল করনা ওগো নাগরী

গোল করনা গোল করনা ওগো নাগরী

দেখ দেখি ঠাওরে দেখি কেমন গোরা ঐ হরি ।।

 

সাধু কি ও যাদুকরি

এসেছে এই নদেপুরি

খাটবে না হেথায় জারিজুরি

তাই ভেবে মরি ।।

 

বেদ-পুরাণে কয় সমাচার

কলিতে আর নাই অবতার

যে কয় সেই গিরিধর

এসেছে নদেপুরি ।।

 

বেদে যা নাই তাই যদি হয়

পুথি পড়ে কেন মরতে যায়

লালন বলে ভজবো সদাই 

ঐ গৌরহরি ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

আরশি নগর কেমন শহর ? বিষয় ফ্রয়েডের আবিষ্কার ও মহাত্মা লালন ফকির | সলিমুল্লাহ খান

এই লেখার বিষয় মহাত্মা লালন ফকির। তবে মালিকের অনুমতি পাই তো প্রথমে বন্দনা করি কবি রবীন্দ্রনাথ ঠাকুর । প্রখ্যাত রবীন্দ্র-বিশেষজ্ঞ

পড়ুন

You cannot copy content of this page