গৌরপ্রেম অথাই ঝাঁপ দিয়েছি তাই

গৌরপ্রেম অথাই ঝাঁপ দিয়েছি তাই

এখন আমার প্রণে বাঁচা ভার করি কী উপায় ।।

 

একেতো সে প্রেমনদীর জলে

থাই মেলে না নোঙর ফেলে

বেহুঁশেতে নাইতে গেলে জলে 

কাম-কুম্ভীরে ধরে খায় ।।

 

ইন্দ্রবারি শাসিত করে

জোয়ার-ভাটায় বাইতে পারে

সে ভাব আমার নাই অন্তরে

কোনটা সাধি কোনটা হয় ।।

 

গৌরপ্রেমের এমনি ন্যাটা

আসতে জোয়ার যেতে ভাটা

না বুঝে মুড়ালাম মাথা

লালন ভেবে কয় ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

আরশি নগর কেমন শহর ? বিষয় ফ্রয়েডের আবিষ্কার ও মহাত্মা লালন ফকির | সলিমুল্লাহ খান

এই লেখার বিষয় মহাত্মা লালন ফকির। তবে মালিকের অনুমতি পাই তো প্রথমে বন্দনা করি কবি রবীন্দ্রনাথ ঠাকুর । প্রখ্যাত রবীন্দ্র-বিশেষজ্ঞ

পড়ুন

You cannot copy content of this page