গৌরপ্রেম করবি যদি ও নাগরী
কুলের গৌরব আর করনা
কুলের লোভে মান বাড়াবি কুল হারাবি
গৌরচাঁদ দেখা দেবে না ।।
ফুল ছিটাও বনে বনে মনে মনে
বনমালীর ভাব জান না
চৌদ্দ বৎসর বনে বনে রামের সনে
সীতা লক্ষণ এই তিনজনা ।।
যতসব টাকাকড়ি এ ঘর বাড়ি
কিছুই তো সঙ্গে যাবে না
কেবল পাঁচ কড়াকড়ি কলসিদড়ি
কাঠখড়ি আর চটবিছানা ।।
গৌরের সঙ্গে যাবি দাসী হবি
এইটা মনে কর বাসনা
লালন কয় মনে প্রাণে একই টানে
এই পিরিতের খেদ মেটে না ।।