চল দেখি মন কোন দেশে যাবি

চল দেখি মন কোন দেশে যাবি

অবিশ্বাসী কোথায় কি ধন পাবি  ।।

এ দেশে ভূত প্রেত হলে 

যারে পিঁড়েয় ফয়তা দিলে

পেঁড়োর ভূত কোন দেশে গেলে

মুক্তি পায় কীসে ভাবি  ।।

মন বোঝে না তীর্থ করা

মিছামিছি খেটে মরা

পেঁড়োর কাজ পিঁড়েয় সারা

নিষ্ঠা মন হয় যদ্যপি  ।।

বার ভাটি বাঙলা জুড়ে

একই মাটি আছে পড়ে

সিরাজ সাঁই কয় লালন ভেড়ে

ঠিক দাও আপন নসিবি  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

আরশি নগর কেমন শহর ? বিষয় ফ্রয়েডের আবিষ্কার ও মহাত্মা লালন ফকির | সলিমুল্লাহ খান

এই লেখার বিষয় মহাত্মা লালন ফকির। তবে মালিকের অনুমতি পাই তো প্রথমে বন্দনা করি কবি রবীন্দ্রনাথ ঠাকুর । প্রখ্যাত রবীন্দ্র-বিশেষজ্ঞ

পড়ুন

You cannot copy content of this page