দিনে দিনে হল আমার দিন আখেরী

দিনে দিনে হল আমার দিন আখেরী

ছিলাম কোথায় এলাম হেথায় যাবো কোথায় সদা ভেবে মরি  ।।

বসত করি দিবা রাতে

ষোল জন বোম্বেটের সাথে

যেতে দেয় না সরল পথে

আমায় কাজে কামে করে তাগাদারি  ।।

বাল্যকাল খেলাতে গেল

যৌবন কলংক হল

বৃদ্ধকাল সামনে এল

মহাকালে করল অধিকারী  ।।

যে আশায় এই ভবে আসা

আশায় প’ল ভগ্ন দশা

লালন বলে হায় কী দশা

উজান যেতে ভাটি প’ল তরী  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

আরশি নগর কেমন শহর ? বিষয় ফ্রয়েডের আবিষ্কার ও মহাত্মা লালন ফকির | সলিমুল্লাহ খান

এই লেখার বিষয় মহাত্মা লালন ফকির। তবে মালিকের অনুমতি পাই তো প্রথমে বন্দনা করি কবি রবীন্দ্রনাথ ঠাকুর । প্রখ্যাত রবীন্দ্র-বিশেষজ্ঞ

পড়ুন

You cannot copy content of this page