নবী দ্বীনের রসুল খোদার মকবুল

নবী দ্বীনের রসুল খোদার মকবুল

ও নাম ভুল করিলে পড়বি ফেরে হারাবি দুই কুল  ।।

 

নবি পাঞ্জাগানা নামাজ পড়ে

সেজদা দেয় সে গাছের পরে

সেই না গাছের ঝরে পড়ে ফুল

সেই ফুলেতে মৈথুন করে

দুনিয়া করলেন স্থুল  ।।

 

নবী আউলে আল্লার নূর

দুওমেতে তওবার ফুল

সিয়ামেতে ময়নার গলার হার

চৌঠামেতে নূর ছিতারা

পঞ্চমে ময়ূর  ।।

 

আহাদে আহাম্মদ বর্ত

জেনে কর তাহার অর্থ

হয় না যেন ভুল

লালন বলে ভেদ না জেনে হ’লাম নামাকুল  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

আরশি নগর কেমন শহর ? বিষয় ফ্রয়েডের আবিষ্কার ও মহাত্মা লালন ফকির | সলিমুল্লাহ খান

এই লেখার বিষয় মহাত্মা লালন ফকির। তবে মালিকের অনুমতি পাই তো প্রথমে বন্দনা করি কবি রবীন্দ্রনাথ ঠাকুর । প্রখ্যাত রবীন্দ্র-বিশেষজ্ঞ

পড়ুন

You cannot copy content of this page