পারে কে যাবি তোরা আয় না ছুটে

পারে কে যাবি তোরা আয় না ছুটে

নিতাই চাঁদ হয়েছে নেয়ে ভবের ঘাটে  ।।

হরি নাম তরণী তার

রাধা নামে বাদাম সার

তুফান বলে ভয় কিরে তার

সেই নায় উঠে  ।।

নিতাই আমার বড় দয়াময় 

পারের কড়ি নাহি সে লয়

এমন দয়াল মিলবে কোথায়

এই ললাটে  ।।

ভাগ্যবান যে জন ছিল

সেই তরীতে পার হল

লালন ঘোর তুফানে প’লো

ভক্তি কেটে  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

আরশি নগর কেমন শহর ? বিষয় ফ্রয়েডের আবিষ্কার ও মহাত্মা লালন ফকির | সলিমুল্লাহ খান

এই লেখার বিষয় মহাত্মা লালন ফকির। তবে মালিকের অনুমতি পাই তো প্রথমে বন্দনা করি কবি রবীন্দ্রনাথ ঠাকুর । প্রখ্যাত রবীন্দ্র-বিশেষজ্ঞ

পড়ুন

You cannot copy content of this page