পারে কে যাবি নবীর নৌকাতে আয়

পারে কে যাবি নবীর নৌকাতে আয়

রূপকাষ্ঠের নৌকাখানি নাই ডুবার ভয়

সেই নৌকায় নাই ডুবার ভয়  ।।

বেশরা নেয়ে যারা

তুফানে যাবে মারা একই ধাক্কায়

কি করবে (তোর) বদর গাজী থাকবে কোথায়

বদর গাজী থাকবে কোথায়  ।।

নবী না মানে যারা

মোয়াহেদ কাফের তারা এই দুনিয়ায়

ভজনে তার নাই মজুরী সাফ লেখা যায়

দলিলে সাফ লেখা যায়  ।।

যে মূর্শিদ সেইতো রসূল

তাহাতে নাই কোন ভুল খোদাও সে হয়

লালন বলে নাই এ কথা কোরানে কয়

সেকথা কোরানে কয়  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

আরশি নগর কেমন শহর ? বিষয় ফ্রয়েডের আবিষ্কার ও মহাত্মা লালন ফকির | সলিমুল্লাহ খান

এই লেখার বিষয় মহাত্মা লালন ফকির। তবে মালিকের অনুমতি পাই তো প্রথমে বন্দনা করি কবি রবীন্দ্রনাথ ঠাকুর । প্রখ্যাত রবীন্দ্র-বিশেষজ্ঞ

পড়ুন

You cannot copy content of this page