বাকির কাগজ গেল হুজুরে

বাকির কাগজ গেল হুজুরে

কোন দিন জানি আসবে শমন সাধের অন্তঃপুরে  ।।

যখন ভিটায় হও বসতি

দিয়াছিলে খাস কবুলতি

হরদমে নাম রাখবে স্মৃতি

এখন ভুলছো তারে  ।।

আইন মাফিক নিরিখ দে না

তাও দেখি তোর ইতরপনা

যাবে রে মন যাবে জানা

জানা যাবে আখেরে  ।।

সুখ পেলে হও সুখ ভোলা

দুঃখ পেলে হও উতলা

লালন কয় সাধনের খেলা

কীসে যুত ধরে  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

আরশি নগর কেমন শহর ? বিষয় ফ্রয়েডের আবিষ্কার ও মহাত্মা লালন ফকির | সলিমুল্লাহ খান

এই লেখার বিষয় মহাত্মা লালন ফকির। তবে মালিকের অনুমতি পাই তো প্রথমে বন্দনা করি কবি রবীন্দ্রনাথ ঠাকুর । প্রখ্যাত রবীন্দ্র-বিশেষজ্ঞ

পড়ুন

You cannot copy content of this page