বাকির কাগজ গেল হুজুরে
কোন দিন জানি আসবে শমন সাধের অন্তঃপুরে ।।
যখন ভিটায় হও বসতি
দিয়াছিলে খাস কবুলতি
হরদমে নাম রাখবে স্মৃতি
এখন ভুলছো তারে ।।
আইন মাফিক নিরিখ দে না
তাও দেখি তোর ইতরপনা
যাবে রে মন যাবে জানা
জানা যাবে আখেরে ।।
সুখ পেলে হও সুখ ভোলা
দুঃখ পেলে হও উতলা
লালন কয় সাধনের খেলা
কীসে যুত ধরে ।।