ভজ রে আনন্দের গৌরাঙ্গ

ভজ রে আনন্দের গৌরাঙ্গ

যদি তরিতে বাসন থাকে ধর রে মন সাধুর সঙ্গ  ।।

সাধুর গুন যায়না বলা 

শুদ্ধ চিত্ত অন্তর খোলা

সাধুর দরশনে যায় মনের ময়লা

পরশে প্রেমতরঙ্গ  ।।

সাধুজনার প্রেম হিল্লোলে

কত মানিক মুক্তা ফলে

সাধু যারে কৃপা করে

প্রেমময় দেয় প্রেমানঙ্গ  ।।

একরসে হয় প্রতিবাদী

একরসে ঘুরছে নদী

একরসে নৃত্য করে

নিত্যরসের শ্রী গৌরাঙ্গ  ।।

সাধুর সঙ্গগুনে রঙ ধরিবে

পূর্ব স্বভাব দূরে যাবে

লালন বলে পাবে প্রাণের গোবিন্দ

কররে সৎসঙ্গ  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

আরশি নগর কেমন শহর ? বিষয় ফ্রয়েডের আবিষ্কার ও মহাত্মা লালন ফকির | সলিমুল্লাহ খান

এই লেখার বিষয় মহাত্মা লালন ফকির। তবে মালিকের অনুমতি পাই তো প্রথমে বন্দনা করি কবি রবীন্দ্রনাথ ঠাকুর । প্রখ্যাত রবীন্দ্র-বিশেষজ্ঞ

পড়ুন

You cannot copy content of this page