ভুলব না ভুলব না বলি

ভুলব না ভুলব না বলি

কাজের বেলায় ঠিক থাকে না  ।।

আমি বলি ভুলব নারে

স্বভাব ছাড়ে না মোরে

কটাক্ষে মন পাগল করে

দিব্য জ্ঞানে দিয়ে হানা  ।।

সঙ্গ গুনে রঙ্গ ধরে

জানিলাম কার্য অনুসারে

কুসঙ্গে সম্বন্ধ হয়ে সুমতি মোর গেল ছেড়ে

খাবি খাই অপাত্রে পড়ে

এ লজ্জা ধুলেও যায় না  ।।

যে চোরের দায়ে দেশান্তরী        সেহি চোর দেখি সঙ্গধারী

মদন রাজার ডংকা ভারি      কাম জ্বালা দেয় অন্তর পূরি

ভুলে যায় মোর মন কান্ডারী

কি করিবে গুনীজনা  ।।

রঙ্গে মেতে সঙ্গ সাজিয়ে      বসে আছি মগ্ন হয়ে

সু-সখারে সঙ্গ করে জানতাম যদি সু-সঙ্গেরে

লালন বলে তবে কিরে

ছেঁচড়ে মারে মালখানা  ।।

একবার চাঁদ বদনে বল গো সাঁই

বান্দার এক দমের ভরসা নাই  ।।

হিন্দু কি যবনের বালা

পথের পথিক চিনে ধর এই বেলা

পিছে কাল শমন আছে সর্বক্ষণ

কোন দিন বিপদ ঘটাবে ভাই  ।।

আমার বিষয় আমার বাড়ী ঘর

সদাই এই রবে দিন গেল রে আমার

বিষয় বিষ খাবা সে ধন হারাবা

শেষে কাঁদলে কি আর সারে ভাই  ।।

নিকটে থাকিতে সেহি ধন

বিষয় চঞ্চালতাতে খুঁজলিনে রে মন

ফকির লালন কয় সে ধন কোথায় রয়

আখেরে খালি হাতে যাই সবাই  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

আরশি নগর কেমন শহর ? বিষয় ফ্রয়েডের আবিষ্কার ও মহাত্মা লালন ফকির | সলিমুল্লাহ খান

এই লেখার বিষয় মহাত্মা লালন ফকির। তবে মালিকের অনুমতি পাই তো প্রথমে বন্দনা করি কবি রবীন্দ্রনাথ ঠাকুর । প্রখ্যাত রবীন্দ্র-বিশেষজ্ঞ

পড়ুন

You cannot copy content of this page