ভেবে দেখ রে আমার রসূল যার কান্ডারী এই ভবে

ভেবে দেখ রে আমার রসূল যার কান্ডারী এই ভবে

ভব নদীর তুফানে কি তার নৌকা ডোবে  ।।

তরিকার নৌকা খানি

এশেক নাম তার বলেন শুনি

বিনা বাওয়ায় চলছে অমনি

রাত্রি দিবা  ।।

ভুল না মন কারো ধোঁকায়

চড়ো ঐ তরিকার নৌকায়

বিষম ঘোর তুফানের দায়

বাঁচবি তবে  ।।

ভাবের নৌকা নাহি চড়ি

কেমনে দিবে ভব পাড়ি

লালন বলে এহি ঘড়ি

দেখ মন ভেবে  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

আরশি নগর কেমন শহর ? বিষয় ফ্রয়েডের আবিষ্কার ও মহাত্মা লালন ফকির | সলিমুল্লাহ খান

এই লেখার বিষয় মহাত্মা লালন ফকির। তবে মালিকের অনুমতি পাই তো প্রথমে বন্দনা করি কবি রবীন্দ্রনাথ ঠাকুর । প্রখ্যাত রবীন্দ্র-বিশেষজ্ঞ

পড়ুন

You cannot copy content of this page