মনের নেংটি এঁটে কর রে ফকিরি

মনের নেংটি এঁটে কর রে ফকিরি

আমানতের ঘরে মনা হয় না যেন চুরি  ।।

 

এ দেশেতে দেখি রে ভাই

ডাকিনী যোগিনীর ভয়

দিনেতে মানুষ ধরে খায়

থেকো হুঁশিয়ারি  ।।

 

বারে বারে বলি রে মন

কর রে আত্মসাধন

আকর্ষণে দুষ্টদমন

করো ধরি ধরি  ।।

 

কাজে দেখি দড়বড়ে

নেংটি তোমার নড়বড়ে

খাটবে না লালন ভেড়ে

টাঁকশালে চাতুরী  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

আরশি নগর কেমন শহর ? বিষয় ফ্রয়েডের আবিষ্কার ও মহাত্মা লালন ফকির | সলিমুল্লাহ খান

এই লেখার বিষয় মহাত্মা লালন ফকির। তবে মালিকের অনুমতি পাই তো প্রথমে বন্দনা করি কবি রবীন্দ্রনাথ ঠাকুর । প্রখ্যাত রবীন্দ্র-বিশেষজ্ঞ

পড়ুন

You cannot copy content of this page