মন তুই করলি একি ইতরপনা
দুগ্ধেতে যেমনরে তোর মিশল চনা ।।
শুদ্ধরাগে থাকতে যদি
হাতে পেতে অটল নিধি
বলি মন তাই নিরবধি
বাগ মানে না ।।
কি বৈদিকে ঘিরলো হৃদয়
হলনা সু-রাগের উদয়
নয়ন থাকিতে সদায়
হলি রে কানা ।।
বাপের ধন খেল সাপে
জ্ঞানচক্ষু নাই দেখবি কারে
লালন বলে হিসাবকালে
যাবে জানা ।।