মন রে দিনের ভাব যেই ধারা শুনলে রে জীবন অমনি হয় সারা
ও সে মরার সঙ্গে মরে ভাবসাগরে ডুবতে যদি পারে স্বাভাবিক তারা ।।
অগ্নি ঢাকা জৈছে ভস্মের ভিতরে
সুধা তেমনি আছে গরলে হল করে
ও কেউ সুধার লোভে যেয়ে মরে গরল খেয়ে
মন্থনে সু-তাক না জানে যারা ।।
দুধে ননীতে মিলন সর্বদা
মন্থন দন্ডে করে আলাদা আলাদা
মন রে তেমনি ভাবের ভাবে সুধানিধি পাবে
মুখের কথা নয় রে সে ভাব ধরা ।।
যে স্তনেতে দুগ্ধ খায়রে শিশুছেলে
জোঁকের মুখে সেথা রক্ত এসে মেলে
অধীণ লালন বলে বিচার করিলে
কুরসে সুরস মেলে সেই ধারা ।।