ম’লে গুরু প্রাপ্ত হবো সে তো কথার কথা

ম’লে গুরু প্রাপ্ত হবো সে তো কথার কথা

জীবন থাকিতে যারে দেখলাম না হেথা  ।।

সেবা মূল করণ তারই

না পেয়ে কার সেবা করি

আন্দাজি হাতড়িয়ে ফিরি

কথার লতা  ।।

সাধন জোরে এ ভবে যার

সে রূপ চক্ষে হবে নেহার

তারই বটে সেরূপ আকার

মেলে যথা-তথা  ।।

ভজে পাই কি পেয়ে ভজি

কি ভজনে হয় যে রাজি

সিরাজ সাঁই কয় কি আন্দাজি

লালন মুড়ায় মাথা  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

আরশি নগর কেমন শহর ? বিষয় ফ্রয়েডের আবিষ্কার ও মহাত্মা লালন ফকির | সলিমুল্লাহ খান

এই লেখার বিষয় মহাত্মা লালন ফকির। তবে মালিকের অনুমতি পাই তো প্রথমে বন্দনা করি কবি রবীন্দ্রনাথ ঠাকুর । প্রখ্যাত রবীন্দ্র-বিশেষজ্ঞ

পড়ুন

You cannot copy content of this page