মুরশিদের মহৎ গুন নেনা বুঝে 

মুরশিদের মহৎ গুন নেনা বুঝে 

যার কদম বিনে ধরম করম মিছে  ।।

যতসব কলেমা কালাম 

ধুঁড়িলে মেলে তামাম কোরাণ বিছে

তবে কেন পড়া ফাজেল মুরশিদ ভজে  ।।

মুরশিদ যার আছে নিহার 

ধরিতে পারে অধর সেই অনাসে

মুরশিদ খোদা ভাবলে জুদা পড়বি প্যাঁচে  ।।

আলাদা বস্তু কী ভেদ

কিবা সেই ভেদ মুরশিদে জগত মাঝে

সিরাজ সাঁই কয় দেখরে লালন 

আক্কেল খুঁজে  ।।

শেয়ার করুনঃ

আরো পদ >

আরশি নগর কেমন শহর ? বিষয় ফ্রয়েডের আবিষ্কার ও মহাত্মা লালন ফকির | সলিমুল্লাহ খান

এই লেখার বিষয় মহাত্মা লালন ফকির। তবে মালিকের অনুমতি পাই তো প্রথমে বন্দনা করি কবি রবীন্দ্রনাথ ঠাকুর । প্রখ্যাত রবীন্দ্র-বিশেষজ্ঞ

পড়ুন

You cannot copy content of this page