সাধের একখান তরি ছিল

সাধের একখান তরি ছিল

অযতনে বিনাশিল

বান্‌ সকল ছাড়িয়ে গেল

জল চুয়ার রাত্র দিনে  ।।

সময়ে গাব দিতাম যদি

বাইতাম তরী জন্মবধি

আমার এই দেহতরী

আদরিত মহাজনে  ।।

লয়ে এলাম ষোল আনা

ব্যাপার কবির দুনা

আসলে প’ল ঊনা

নিকাশ দিতে টানাটানি  ।।

কি যেন খাওয়াল নেশা

নষ্ট হল সকল দিশা

সময়ে জাগিলে পরে

ঘর তো চুরি যায়না  ।।

ষোল আনা বোঝাই করে

পাঠায়ে দেয় ঠক-বাজারে

কারবার সব চোরে চোরে

কিছু আমি টের পেলাম নে

সিরাজ সাঁই বলেরে লালন রঙ পুরে দোকান দিলি কেনে  ।। 

শেয়ার করুনঃ

আরো পদ >

আরশি নগর কেমন শহর ? বিষয় ফ্রয়েডের আবিষ্কার ও মহাত্মা লালন ফকির | সলিমুল্লাহ খান

এই লেখার বিষয় মহাত্মা লালন ফকির। তবে মালিকের অনুমতি পাই তো প্রথমে বন্দনা করি কবি রবীন্দ্রনাথ ঠাকুর । প্রখ্যাত রবীন্দ্র-বিশেষজ্ঞ

পড়ুন

You cannot copy content of this page