সামান্যে কি সে ধন পাবে
দ্বীনের অধীন হয়ে চরণ সাধিতে হবে ।।
গুরুপদে কী না হল
কত বাদশা বাদশাহী ছাড়িল
কত কুলবতীর কূল গেল
কালারে ভেবে ।।
গুরুপদে কতজনা
বিনামূল্যে হয়ে কেনা
করে গুরুর দাস্যপনা
সে ধনের লোভে ।।
কত যোগী মুনি ঋষি
যুগ যুগান্তর বনবাসী
পাবে বলে কালশশী
বসেছে স্তবে ।।
গুরুপদে যাহার আশা
অন্য ধনে নাই লালসা
লালন ভেড়োর বুদ্ধি নাশা
মরল ধোঁয়াশা ভেবে ।।