হতে চাও হুজুরের দাসী
মনে গিল্লাত পোরা রাশি রাশি ।।
না জানো সেবা সাধনা
না জানো প্রেম উপাসনা
সদাই দেখি ইতরপনা
প্রভু রাজি হবে কিসি ।।
কেশপাশে বেশ করিলে কি হয়
রসবোধ না যদি রয়
রসবতি কে তারে কয়
কেবল মুখে কাষ্ঠ হাসি ।।
কৃষ্ণপদে গোপী সুজন
করেছিল দাস্য সেবন
লালন বলে তাই কি রে মন
পারবি ছেড়ে সুখবিলাসী ।।